রাইস মিলের চুল্লির আগুনে পুড়ল নারী এনজিওকর্মী

টাঙ্গাইলের কালিহাতীতে রাইস মিলের জ্বলন্ত চুল্লি থেকে সুরমা আক্তার (৩২) নামে এক নারী এনজিওকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নারী এনজিওকর্মী সুরমা আক্তার উপজেলা সদরের চাটিপাড়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের মেয়ে। তিনি স্থানীয় এনজিও সেবালয়ের কর্মী।

বুধবার (১২ মে) সন্ধ্যায় কালিহাতী পৌরসভাধীন চাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানায়, সুরমা আক্তার কি কারণে আগুনে পুড়ে মারা গেছেন তা জানাতে পারছেন না প্রতিবেশীরা। এরকম চুল্লিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা অসম্ভব।

নিহতের বড় বোন সুমনা গণমাধ্যমকে বলেন, ইফতারের পর রাইস মিলের পাশ থেকে লোকজনের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে বোনের লাশ দেখতে পায়। এসময় সুরমার শরীরে আগুন জ্বলছিল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালিহাতী থানার ওসি সওগাতুল আলম গণমাধ্যমকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ থানায়র মামলা করেনি। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

টাইমস/এসএন

Share this news on: