ঈদের পরেই কঠোর লকডাউন, বিচারিক ক্ষমতা পাচ্ছে পুলিশ

করোনা সংক্রমণ রোধে তৃতীয় দফায় বাড়ানো লকডাউন শেষ হবে ১৫ মে। কিন্তু এখনই লকডাউন শেষ হচ্ছে না। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ও দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় ১৬ মে থেকে চতুর্থ দফায় লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৩ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এসব বিষয় জানিয়েছেন।

তিনি জানান, চতুর্থ দফার লকডাউন অতিতের যেকোনও লকডাউনের চেয়ে কড়াকড়ি হবে। এবারের লকডাউনে পুলিশকে বিচারিক ক্ষমতা দিয়ে রাস্তায় নামানো হবে।

স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি পুলিশ সক্রিয়ভাবে অংশ নেবে। এসময় মাস্ক ব্যবহার ও সামাজিক দুরত্ব মেনে চলতে নাগরিকদের আহ্বান জানান তিনি।

 

টাইমস/এসএন

Share this news on: