উপহারের টিকা থেকে ৩০ হাজার ডোজ টিকা চাইল চীন

চীনের দেওয়া উপহারের পাঁচ লাখ টিকা থেকে ৩০ হাজার ডোজ টিকা বাংলাদেশে অবস্থান করা চীনা নাগরিকদের জন্য দেশটি। বিষয়টি জানিয়ে ১১ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে চিঠি দিয়েছে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। চীনা দূতাবাস আনোয়ার খান মডার্ন হাসপাতালের মাধ্যমে এ টিকা প্রয়োগে ইচ্ছা পোষণ করেছে। ব্যাপারে বাংলাদেশ সরকারের অনুমোদন চায় চীন।

চিঠিতে বলা হয়েছে, উপহারের বাকি ৪ লাখ ৭০ হাজার টিকা দুবার করে ২৮ দিনের মধ্য সরকারকে বাংলাদেশের নাগরিকদের দিতে হবে। এর পরের ধাপের টিকা উৎপাদনে যেতে একটু সময় লাগবে বলেও ওই চিঠিতে জানানো হয়।

এর আগে বুধবার (১২ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে করোনা প্রতিরোধে উপহারস্বরূপ চীন থেকে পাঁচ লাখ ডোজ সিনোফার্মের টিকা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

 

টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ