বাস চালুর দাবিতে পরিবহন শ্রমিকদের অবস্থান

রাজধানীর মহাখালী বাস টর্মিনালে দূরপাল্লার বাস খুলে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের নামাজের পরই টার্মিনাল এলাকায় অবস্থান নেয় তারা।

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে অবস্থান ধর্মঘট পালন করেছেন মালিক ও শ্রমিকরা।

বাংলাদেশ পরিবহন মালিক সমিতি মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে দূরপাল্লার বাস চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হলেও কোনও লাভ হয়নি। কারণ, মানুষ বিভিন্ন উপায়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে বাড়িতে গেছে, কারো যাত্রা ঠেকানো যায়নি। যা সারা দেশবাসীর সঙ্গে সরকারের নীতিনির্ধারকরাও অসহায়ের মতো শুধুই দেখেছে।

এ সময় শ্রমিক নেতারা সরকারের কাছে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা দাবি করেন। শ্রমিকদের জন্য ওএমএস’র চাল ও বাস টার্মিনালে শ্রমিকদের কাছে বিক্রির জন্য ১০ টাকা কেজি দরের চালও দাবি করেন তারা।

মালিক সমিতির সভাপতি শাজাহান খানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ