ট্রেনের টিকিট এবার নতুন নিয়মে

এখন থেকে নতুন নিয়মে বিক্রি হবে ট্রেনের টিকিট। আগামী ৮ জুন থেকে নতুন নিয়ম মেনে ট্রেনের টিকিট সংগ্রহ করতে হবে। করোনাকালে এতোদিন শুধু অনলাইনেই পাওয়া যাচ্ছিল ট্রেনের টিকিট। নতুন নিয়মের ফলে এবার করোনাকালেও ট্রেনের টিকিট পাওয়া যাবে অফলাইনে।

মঙ্গলবার (১ জুন) বাংলাদেশ রেলওয়ে কাউন্টারে টিকিট বিক্রি সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, করোনা মহামারির কারণে বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী ট্রেনসমূহের টিকিট ইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে। করোনা প্রাদুর্ভাবের কারণে এতোদিন শুধুমাত্র অনলাইনে ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছিল। এবার থেকে কাউন্টারেও টিকিট পাওয়া যাবে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) শাহাদাত আলী সরদার গণমাধ্যমকে বলেন, করোনাকালে সরকারি নির্দেশনা মেনে যাত্রীবাহী ট্রেনগুলোতে ৫০ শতাংশ যাত্রী পরিবহন করা হচ্ছে। এতোদিন ট্রেনের টিকিট মোবাইল অ্যাপ অথবা অনলাইনে পাওয়া যেত। ৮ জুন থেকে অনলাইনের পাশাপাশি কাউন্টার থেকেও ট্রেনের টিকিট দেয়া হবে। এজন্য সকাল ৮টার আগেই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে।

 

টাইমস/এসএন

Share this news on: