বাগেরহাটে দোকানে আড্ডা বন্ধে যে সিদ্ধান্ত নিল প্রশাসন

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার বাগেরহাটে বিধি নিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। শুক্রবার (৪ জুন) করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা মনিটরিং কমিটির সভায় বিধি নিষেধ আরোপের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় প্রত্যেক উপজেলায় সচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট, মাস্ক বিতরণসহ মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। সেই সঙ্গে মোড়ে মোড়ে ও বাজারে মানুষের আড্ডা কমাতে চায়ের দোকানগুলোতে টেলিভিশন দেখা ও ক্যারাম বোর্ড খেলা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার কে এম আরিফুল হক, সিভিল সার্জন ডা. কে. এম. হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার মোহম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুজ্জামান ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মোংলায় করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: