ভারত থেকে দেশে পৌছেছে ১৩০ টন বিস্ফোরক

ভারত থেকে আমদানি করা ১৩০ টন বিস্ফোরক যশোরের বেনাপোল স্থলবন্দরে পৌছেছে। দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ৮টি কার্গো ট্রাকে এসব বিস্ফোরক আমদানি করে। আমদানি করা বিস্ফোরকের মূল্য প্রায় দেড় কোটি টাকা।

সোমবার (৭ জুন) বিকেলে বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিস্ফোরকের চালানটি দিনাজপুরের উদ্দেশে রওয়ান হয়।

বেনাপোল বন্দর সূত্র জানায়, রোববার রাতে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বিস্ফোরকের চালান বাংলাদেশে প্রবেশ করে। চালানের কাগজপত্র বন্দর ও কাস্টমসে দাখিল করেছেন এএস ইন্টারন্যাশনাল নামের এক সিঅ্যান্ডএফ এজেন্ট।

কাস্টমসের ডেপুটি কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, এএস ইন্টারন্যাশনাল নামে এক সিএন্ডএফ এজেন্ট বিস্ফোরকের চালান খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে খালাস করে বাংলাদেশি ট্রাকে নেয়া হবে। পরে ট্রাকগুলো দিনাজপুরের উদ্দেশে বেনাপোল বন্দর থেকে ছেড়ে যাবে।

 

টাইমস/এসএন

Share this news on: