কর্ণফুলীতে ডুবে গেল নোঙর করা ফিশিং জাহাজ

কর্ণফুলী নদীর শিকলবাহা শাহ আমানত সেতু এলাকায় এফভি ক্রিস্টাল-৮ নামের একটি ফিশিং জাহাজ ডুবে গেছে। ডুবে যাওয়া জাহাজটি ক্রিস্টাল গ্রুপের। তবে নোঙর থাকা অবস্থায় জাহাজটি কীভাবে ডুবে গেছে তা এখনও জানা যায়নি।

বুধবার (৯ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

জাহাজটির নাবিকরা গণমাধ্যমকে জানায়, রাতে জাহাজের তলা ফেটে অথবা বুস দিয়ে লিক করে পানি ঢুকে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে তারা এ ব্যাপারেও নিশ্চিত হয়ে কিছু জানায়নি। এঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানায়, জাহাজে পানি দেখতে পেয়ে নাবিক ও জাহাজের স্টাফরা চিৎকার শুরু করলে আশপাশের নৌযান গিয়ে তাদের উদ্ধার করে। একপর্যায়ে জাহাজটি পানিতে তলিয়ে যায়।

এদিকে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সদরঘাট নৌ থানার ওসি এবিএম মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, এটি স্টিল বডির ফিশিং জাহাজ ছিল। জাহাজটিতে ছিল দুজন লোক। জাহাজ ডোবার আগেই তাদের উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত করা হবে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ