রংপুরে ফুল চাষে লাভবান চাষিরা

ফুলচাষ বর্তমানে বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে। বেড়েছে ফুলের বাজার। যশোর, ঝিনাইদহ, সাভারের পর রংপুরেও বাণিজ্যিকভাবে ফুলচাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। সারা বছর ফুল চাষ করে অনেকেই সাফল্য পেয়েছেন।

নানা দিবসকে সামনে রেখে ফুল চাষিরা তাদের ফুলের ব্যবসা করে থাকেন। ভ্যালেন্টাইন ডে, পহেলা ফাল্গুন আর শহীদ দিবস। ফেব্রুয়ারি মাসে ভিন্ন ভিন্ন আবেগে-আবহে পালিত হয় দিনগুলো। এই দিবস গুলোকে সামনে রেখে ফুল ব্যবসায়ীরা ও ফুলের দোকানগুলোতে প্রস্তুতি চলছে।

তানভীর নামের এক ফুল ব্যবসায়ী জানান, ফুল চাষ করে তিনি সাফল্য অর্জন করেছেন। ঘুচেছে তার বেকার সমস্যা। ভাগ্যও বদলে গেছে । তিনি বলেন, শুধু ভ্যালেন্টাইন ডে-তে ১২ লাখ টাকার ব্যবসা হবে একেক জন ফুল ব্যবসায়ী বা ফুলচাষীর।

রংপুর জেলা কৃষি বিপণন অধিদফতরের কর্মকর্তা হাসান সারোয়ার জানান, ফুল চাষ বাংলাদেশে একটি সম্ভাবনাময় ফসল হিসাবে সাড়া ফেলতে পারে। কারণ আমাদের দৈনন্দিন জীবনে ফুলের ব্যবহার বাড়ছে। এ প্রেক্ষাপটে রংপুর অঞ্চলের শস্য বহুমুখীকরণের যে ধারণা সেখানে ফুল বেশ ভালো একটি ফসল হিসেবে আবির্ভূত হতে পারে।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: