বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘সংজ্ঞা ও ধারনা’ শীর্ষক প্রমিত গ্রন্থ প্রকাশ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র বিভিন্ন শুমারি ও জরিপে ব্যবহৃত সংজ্ঞা ও ধারণাসমূহ প্রমিত করে `BBS Glossary (Concepts and Definitions)' নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সদর দপ্তরের অডিটোরিয়ামে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির প্রকল্প পরিচালক দিলদার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম। এসময় তিনি বলেন, বাংলাদেশের সার্বিক পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়নে ২০১৩ সালে মন্ত্রিপরিষদ কর্তৃক জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র বা National Strategy for the Development of Statistics (NSDS) অনুমোদিত হয়। এনএডিএস বাস্তবায়নে সহায়তা এবং বিবিএস এর সার্বিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সালে ‘এনএসডিএস ইমপ্লিমেন্টেশন সাপোর্ট প্রজেক্ট’ গ্রহণ করা হয়। এই প্রকল্পের আওতায় এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পাদিত হয়েছে।

জানা গেছে, বিবিএসের নিজস্ব বিশেষজ্ঞ, এসডিজি সেলের কর্মকর্তা, বিভিন্ন স্টেকহোল্ডার, বিশ্ববিদ্যালয় প্রফেসর ও অন্যান্য বিশেষজ্ঞ এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রতিনিধিদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক কর্মশালার মাধ্যমে সংজ্ঞা ও ধারণাসমূহ প্রমিত করা হয়েছে।

পরবর্তীতে প্রকাশনাটিতে সকলের মতামত ও সুপারিশ অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বিভিন্ন স্টেকহোল্ডার, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় প্রকাশনাটি প্রেরণ করা হয়।

প্রকাশনাটিতে কৃষি, শিল্প, পরিবেশ, ব্যবসা, উৎপাদন, সেবা, জিডিপি, মূল্য ও মজুরি, বৈদেশিক বাণিজ্য, ব্যাংকিং, দারিদ্র্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, শ্রমশক্তি, জেন্ডার, রেমিটেন্স, ডেমোগ্রাফি, ফার্টিলিটি, মর্টালিটি, মাইগ্রেশনসহ বিভিন্ন আর্থ-সামাজিক বিষয়ে ২০৪১টি Concepts ও Definitions স্থান পেয়েছে। গ্রন্থটির বাংলা অনুবাদকরণ এবং তিন বছর পরপর এর হালনাগাদকরণ প্রয়োজন হবে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে পরিকল্পপনা মন্ত্রী এম এ মান্নান বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসাবে নিয়মিত মানসম্মত ও নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রণয়নে কাজ করে যাচ্ছে। আগে বিবিএসের বিভিন্ন শুমারি ও জরিপ ও অন্যান্য পারিসংখ্যানিক কার্যক্রমে ব্যবহৃত সংজ্ঞা ও ধারণাসমূহের ক্ষেত্রে হয়তো কিছুটা সমস্যা পরিলক্ষিত হতো। আশা করি এ গ্রন্থটি প্রণয়ের ফলে এ সকল অসামঞ্জস্য দূর হবে।

 

টাইমস/এসএন

Share this news on: