গিরিখাতে ছিটকে পড়ল বাস, পাকিস্তানে ২৩ তীর্থযাত্রী নিহত

ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে পাকিস্তানে যাত্রীবাহী বাস গিরিখাতে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজদার জেলায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (১১ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার কার্খ এলাকায় শুক্রবার ভোরে গিরিপথে বিপজ্জনক একটি মোড় নেয়ার সময় বাসটি গিরিখাতে পড়ে যায়। এতে ২৩ জন তীর্থযাত্রী নিহত হন। নিহতদের সবাই মুসলিম ও পুরুষ। তারা খুজদারের এক দরবেশের দরবারে অনুষ্ঠান শেষে ফিরছিলেন।

দুর্ঘটনার কবলে পড়া বাস ও হতাহতদের উদ্ধারে এরইমধ্যে ঘটনাস্থলে সেনা সদস্য ও আধা সামরিক বাহিনীর সদস্যরা তৎপরতা শুরু করেছে।

স্থানীয়দের বরাত দিয়ে রয়টার্স জানায়, বাসটিতে অতিরিক্ত যাত্রী বহর করা হচ্ছিল। এজন্য বিপজ্জনক মোড় অতিক্রম করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়।

এদিকে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন অনলাইনের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, খুজদারের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে। আশঙ্কাজনক অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ