যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম ফেডারেল বিচারপতি জাহিদ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মুসলমান দেশটির ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনোনীত পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক জাহিদ কুরাইশি দেশটির উচ্চকক্ষ সিনেটের ৮১-১৬ ভোট পেয়ে বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে প্রথম মুসলিম হিসেবে ফেডারেল বেঞ্চের বিচারক পদে জাহিদকে মনোনয়ন দেন বাইডেন। জাহিদের বাবা পাকিস্তানি অভিবাসী। এর আগে ৪৬ বছর বয়সী জাহিদ কুরেইশি দেশটির ফেডারেল ও মিলিটারি প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছেন।

গত মার্চে জাহিদসহ আরও কয়েকজনকে ফেডারেল বেঞ্চের বিচারক হিসেবে মনোনয়ন দেন জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার তার মনোনয়ন নিয়ে সিনেটে ভোটাভুটি হয়। সেখানেই ইতিহাস গড়ে বিচারক নির্বাচিত হন জাহিদ।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ