নাফ নদী থেকে ৩ ‘রোহিঙ্গার’ লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর তীর থেকে দুই শিশুসহ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, উদ্ধার করা মরদেহগুলো সম্পর্কে মা-সন্তান ও তারা রোহিঙ্গা।

শনিবার (১২ জুন) দুপুরে টেকনাফের হ্নীলার মৌলভীবাজার সীমান্তের নাফ নদীর তীর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, শনিবার বেলা ১২টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৌলভীবাজার পয়েন্ট থেকে এসব মৃতদেহ উদ্ধার করেন তারা। তাদের একজন নারী যার বয়স ৩৫ হতে পারে বলে পুলিশের ধারণা। অন্য দুইজন শিশু।

ওসি হাফিজুর আরও বলেন, তাদের শরীরে আঘাতের চিহ্ন নেই। তারা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। নাফ নদী সাঁতরে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের মৃত্যু হয়েছে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি হাফিজুর।

 

টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ