চট্টগ্রামে পৌছেছে চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের টিকা

চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি ৯১ হাজার ২০০ ডোজ করোনার টিকা দেশে পৌছেছে। শুক্রবার (১৮ জুন) সকাল ৭ টার দিকে টিকাগুলো চট্টগ্রামে পৌছেছে। চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি এসব টিকা গ্রহণ করেন। এ সময় টিকা গ্রহণকারী দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার (১৯ জুন) মেডিকেল শিক্ষার্থীদের ওপর প্রয়োগের মধ্যদিয়ে চট্টগ্রামে সিনোফার্মের টিকা দেয়া শুরু হবে। ২৮ দিনের ব্যবধানে এই টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে।

সিনোফার্মের এই টিকাগুলো একটি ফ্রিজার ভ্যানে করে জেলা সিভিল সার্জন কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কক্ষে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়েছে।

সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, আগামীকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ টিকাকেন্দ্রে টিকার প্রয়োগ শুরু হবে। মেডিকেল শিক্ষার্থীরা টিকা গ্রহণে অগ্রাধিকার পাবেন।

 

টাইমস/এসএন

Share this news on: