গণপরিবহন চালু করায় সংক্রমণ বেড়েছে : স্বাস্থ্যমন্ত্রী

গণপরিবহনের কারণে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ব্যবসা বাণিজ্যের জন্য মানুষের চলাফেরা বৃদ্ধি পেয়েছে। আমের মৌসুমে আম কেনা ও ধান কাটা শ্রমিকদের চলাফেরা সংক্রমণ বাড়িয়ে দিয়েছে।

শুক্রবার (১৮ জুন) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের কোনো কোনো জেলায় করোনার সংক্রমণ ৩০-৪০ শতাংশ হয়ে গেছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, খুলনা, সাতক্ষীরা ও নওগাঁয় করোনার সংক্রমণ বেড়েছে। নোয়াখালীতেও করোনা বাড়তি। রাজবাড়ী পর্যন্ত করোনা পৌছে গেছে।

তিনি বলেন, সংক্রমণের হার রোধ করতে হলে আমাদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ব্যবসা প্রতিষ্ঠান ও গণ পরিবহণে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

 

টাইমস/এসএন

Share this news on: