দুই সন্তান নীতি কার্যকর হতে যাচ্ছে আসামে

দুই সন্তান নীতি কার্যকর করতে যাচ্ছে আসামের রাজ্য সরকার। দুইয়ের বেশি সন্তান থাকলে ভবিষ্যতে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, সংবাদ সম্মেলন করে হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, ভারত সরকারের বাস যোজনা বা বিনামূল্যে স্কুল কলেজে ভর্তির মতো কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রে আমরা দুই সন্তান নীতি কার্যকর করতে পারব না। কিন্তু আসাম সরকারের প্রকল্পগুলোতে এই নীতি চালু থাকবে। ধীরে ধীরে রাজ্য সরকারের সব প্রকল্পেই জনসংখ্যা নিয়ন্ত্রণের এই নীতি বাস্তবায়ন করা হবে।

চলতি মাসের শুরুতে ‘ভদ্রস্থ পরিবার পরিকল্পনা’ প্রসঙ্গে অভিবাসনকারী মুসলিম নারীদের নিশানা করেছিলেন হিমন্ত বিশ্বশর্মা।

এর আগে হিমন্ত বলেছিলেন, দারিদ্রতা দূর ও জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে মুসলিম নারীদের শিক্ষিত করে তুলতে হবে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ