প্রাথমিকের সমাপনী পরীক্ষা এবারও হচ্ছে না

করোনা সংক্রমণ বাড়তে থাকায় বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এ অবস্থায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) না নেয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (২০ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ এম মনছুরুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, করোনার প্রকোপ বাড়লেও গত বছরের মত এবছর অটোপ্রমোশন দেয়া হবে না। শিক্ষার্থীদের বাড়ির কাজ দেয়া হয়েছে। বাাড়ির কাজ মূল্যায়ণ করে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেয়া হবে। এ নিয়ে গণশিক্ষা মন্ত্রণালয় কাজ করছে।

তিনি আরও জানান, পিইসি পরীক্ষা না নিয়ে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীতকরণের জন্য একটি নীতি-পদ্ধতি প্রণয়নের কাজ চলছে। পদ্ধতি চূড়ান্ত হলে তা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। আগামী জুলাইয়ের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেয়া হবে।

 

টাইমস/এসএন

Share this news on: