ভারতে তিন মাসের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ, কমেছে মৃত্যু

ভারতের করোনা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। প্রায় তিন মাসের মধ্যে দেশটিতে একদিনে সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত হয়েছে। সেই সঙ্গে কমেছে মৃত্যু।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ২৫৬ জন। যা গত তিনমাসের মধ্যে সবচেয়ে কম। এ নিয়ে সেখানে ২ কোটি ৯৯ লাখ ৩৪ হাজার ৩৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৪২২ জনের। যা রোববারের তুলনায় বেশকিছুটা কম। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৮ হাজার ১৬৪ জনে।

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর ৮৮ দিনের মধ্যে এটাই সর্বনিম্ন দৈনিক শনাক্ত বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। একে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভাটার টান শুরু হওয়ার স্পষ্ট ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

এদিকে, সোমবার থেকে ফের টিকা নীতি পরিবর্তন করে ১৮ বছরের উর্ধ্বে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া শুরু করছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

 

টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ