খুলনায় বিভাগে একদিনে আরও ২৭ মৃত্যু, শনাক্ত ৯৯৮

খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। একই সাথে এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৯৮ । সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই ২৭ জনের মৃত্যু হয় বলে জানায় বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৯ জন, কুষ্টিয়ায় পাঁচ, যশোরে চার, বাগেরহাটে চার এবং নড়াইলে তিনজন ও মেহেরপুরে দুজন মারা গেছেন।

এর আগে সোমবার ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু ও শনাক্ত হয় ৯৪৫ জনের। আর রোববার আগের ২৪ ঘণ্টায় বিভাগে তখন পর্যন্ত সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু এবং ৭৬৩ জনের করোনা শনাক্তের কথা জানানো হয়েছিল। তার আগে শনিবার ২২ জনের মৃত্যু এবং ৬২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।

মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৬ হাজার ৯৭৫ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৪ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ৯৪৮ জন।

 

টাইমস/এসজে

Share this news on: