রাবির ভিসির বাসভবন ঘেরাও করলেন বিতর্কিত নিয়োগপ্রাপ্তরা

ভিসির বাসভবন ঘেরাও করে আবারও আন্দোলনে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক ভিসির শেষ কর্মদিবসে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তরা। চাকরিতে পদায়নের দাবিতে আন্দোলন স্থগিত করার একদিন পরেই তারা আবারও আন্দোলনে নেমেছেন।

মঙ্গলবার (২২ জুন) রাত থেকে শুরু কর্মসূচি বুধবারও চলমান রয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা ভিসি প্রফেসর ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অবৈধ নিয়োগপ্রাপ্তদের আন্দোলনের মুখে সেই সিন্ডিকেট সভাটি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আন্দোলনকারীরা বলেন, প্রশাসন আমাদের চাকরিতে পদায়নের বিষয়টি সমাধান করবে বলে আশ্বাস দিয়েছিল। আমরা সেজন্য আন্দোলন স্থগিত করেছিলাম। কিন্তু তারা সিন্ডিকেটে এজেন্ডা তুলে আমাদের নিয়োগ বাতিলের ষড়যন্ত্র করছে। যে কারণে আমরা আন্দোলনে নেমেছি।

 

টাইমস/এসএন

Share this news on: