ইসরাইলের অবৈধ বসতি স্থাপনে প্রতিবাদ জানাল জাতিসংঘ

আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের রেজুলেশন উপেক্ষা করে পূর্ব জেরুজালেম ও পশ্চিমতীরে ইসরাইলের অবৈধভাবে বসতি স্থাপনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ। অতি দ্রুত অবৈধভাবে বসতি স্থাপন বন্ধ করতে ইসরাইল সরকারকে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৪ জুন) জাতিসংঘ ইসরাইলের প্রতি এ আহ্বান জানায়।

আরব নিউজের খবরে বলা হয়েছে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ সমন্বয়কারী টর ওয়েইনসল্যান্ড ২০১৬ সালের নিরাপত্তা পরিষদের রেজুলেশন বাস্তবায়নের কথা বলেছেন। যেখানে বলা হয়েছে এ ধরনের অবৈধ বসতিগুলোর ‘কোনো আইনি ভিত্তি নেই’।

সাম্প্রতিক ইসরাইলের আগ্রাসী কর্মকাণ্ডকে ইঙ্গিত করে টর ওয়েইনসল্যান্ড বলেন, পশ্চিমতীর এবং পূর্ব জেরুজালেমে ইসরাইলি বসতি স্থাপন বন্ধ করতে হবে। কেননা, এ দুটি অঞ্চল ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রে অন্তর্ভূক্ত করতে চায়।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ