মাদক নিলে সরকারি চাকরি নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি চাকরিতে যেতে হলে প্রত্যেককে ডোপ টেস্টের আওতায় আসতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ডোপ টেস্টে কেউ পজিটিভ হলে তিনি সরকারি চাকরি পাবেন না। আমরা দ্রুতই এই কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

শুক্রবার (২৫ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলেন মন্ত্রী। সভায় ভিডিও কলের মাধ্যমে যুক্ত হন তিনি।

মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা ‘মানস’ আয়োজিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শুধু সরকারি চাকরিতে নয়, যারা সরকারি চাকরি করছেন তাদেরকেও পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হবে। বিশেষ করে নিরাপত্তা বাহিনীতে যারা আছেন তাদেরকে ইতোমধ্যে ডোপ টেস্টের আওতায় আনা হয়েছে। টেস্টে পজিটিভ হয়ে অনেকেই শাস্তি ভোগ করেছেন।

এসময় সমাজ থেকে ভয়ঙ্কর মাদক দূর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানসের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির সদস্য অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানসের সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ হোসনে আরা রীনা প্রমুখ।

 

টাইমস/এসএন

Share this news on: