নৌকায় সমর্থন না দেয়ায় বৃদ্ধকে কানে ধরে উঠবস (ভিডিও)

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে সমর্থন না দেয়ায় এক বৃদ্ধকে কানে ধরে উঠবস করানোর অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ওই বৃদ্ধের বাড়িতে ভাংচুর চালানো হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাতাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বৃদ্ধের নাম আব্দুল কুদ্দুস হাওলাদার (৬৫)। এরই মধ্যে বৃদ্ধকে নির্যাতন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা।

স্থানীয়রা জানিয়েছে, গত ২১ জুন চাওড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আখতারুজ্জামান খান বাদল ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মহসিন হাওলাদার প্রতিদ্ব›িদ্বতা করেন।

নির্বাচনে আখতারুজ্জামান খান বাদল জয়লাভ করার পর দিন সন্ধ্যায় বিজয়ী প্রার্থীর লোকজন বৃদ্ধ কুদ্দুস হাওলাদারকে কানে ধরে উঠবস করান। পরে তার বাড়িতে গিয়ে আসবাবপত্র ভাঙচুর করেন নৌকার সমর্থকরা।

চাওড়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আখতারুজ্জামান খান বাদল বলেন, আমি এ ব্যাপারি কিছু বলতে পারব না।

 

টাইমস/এসএন

Share this news on: