ঈদের আগেই আসছে শাটডাউন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদুল আযহার সময় কঠোর লকডাউনের পরিকল্পনা নিয়েছে সরকার। যেকোনও ভাবে এবারের কঠোর লকডাউন কার্যকর করতে চায় মাঠ প্রশাসন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসব তথ্য জানিয়েছেন।

শুক্রবার (২৫ জুন) গণমাধ্যমকে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন পেলেই কঠোর লকডাউন কার্যকর করা হবে। এবার লকডাউন কার্যকর করতে আইনশৃঙ্খলা বাহিনীকে ক্ষমতা দেয়া হতে পারে।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় জাতীয় কারিগরি পরামর্শক কমিটির দেয়া শাটডাউনের সুপারিশ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে শাটডাউনের প্রস্তুতি নিচ্ছে সরকার। করোনা পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে শাটডাউন ছাড়া আমাদের আর কোনও উপায় নেই। সবাইকে বাস্তবতা বুঝতে হবে।

 

টাইমস/এসএন

Share this news on: