প্রিমিয়ার ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন নাজিমউদ্দৌলা

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং জনসম্পদ বিভাগের প্রধান হিসাবে নিয়োগ পেয়েছেন মো. নাজিমউদ্দৌলা। সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডে তাকে নিয়োগ দেওয়া হয়।

মো. নাজিমউদ্দৌলা দীর্ঘদিন ব্যাকিংখাতে ভূমিকা পালন করেছেন। তার ব্যাকিংখাতে ৩১ বছরের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

প্রিমিয়ার ব্যাংকে যোগদানের আগে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডে ইন্টার্নাল কন্ট্রোল এবং কমপ্লায়ান্স বিভাগ, জনসম্পদ বিভাগ, এসএমই ফাইনান্স, রিটেইল ইনভেস্টমেন্ট/ রুরাল ইনভেস্টমেন্ট এবং ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশনসহ বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন।

১৯৮৭ সালে বাংলাদেশ শিল্প ব্যাংকে (বর্তমানে বিডিবিএল) প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। এরপর সাউথইস্ট ব্যাংক লিমিটেড, ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেড এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড শুরু হয় তার কর্মজীবনের পথ চলা।

তিনি তার কর্মজীবনের পাশাপাশি দেশে বিদেশে ব্যাংকিং এবং ফাইনান্স এর উপর বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার এ অংশগ্রহণ করেছেন।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on:

সর্বশেষ