লকডাউনের খবরে রাজধানী ছাড়ছে মানুষ

আগামী সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউন কড়াকড়ি করতে এবার মাঠে থাকবে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টিম। এদিকে কঠোর লকডাউন ঘোষণার পরপরই রাজধানী ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ।

গণপরিবহন বন্ধ থাকায় বিকল্প উপায়ে গন্তব্যে পাড়ি জমাচ্ছে মানুষ। এতে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে গেছে।

শনিবার (২৬ জুন) ভোর থেকেই দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে যাত্রা করা মানুষের ভিড় বেড়েছে শিমুলিয়া ঘাটে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই হাজার হাজার মানুষ ফেরিতে গাদাগাদি করে নদী পার হচ্ছেন।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বলেন, শিমুলিয়া-বাংলাবাজার রুটে এখন ১৪টি ফেরি সচল রয়েছে। লকডাউনের নিয়ম অনুযায়ী ফেরিতে শুধু রোগী বহনকারী গাড়ি এবং জরুরি পণ্য পরিবহণের গাড়ি ছাড়া সবকিছু পারাপারে নিষেধাজ্ঞা রয়েছে।

তিনি জানান, কঠোর লকডাউনের সরকারি ঘোষণার পর স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শিমুলিয়া ফেরিঘাটে মানুষের চাপ বেড়েছে। ঘাটের দুই পাড়ে শতশত যান পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।

 

টাইমস/এসএন

Share this news on: