শিক্ষাপ্রতিষ্ঠা খুলবে কিনা, যা জানা গেল

করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও বাড়নো হতে পারে। আগামী ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও আগামী এক সপ্তাহ ধরে কঠোর লকডাউনের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা একেবারেই নেই।

শনিবার (২৬ জুন) শিক্ষামন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, দেশে করোনা সংক্রমণ ৫ শতাংশের নিচে না নামা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ঝুঁকিপূর্ণ। সোমবার থেকে কঠোর লকডাউন শুরু হবে। কাজেই ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনও সম্ভাবনা নেই।

এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি খারাপ হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো সুযোগ নেই। আমরা কাউকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না।

 

টাইমস/এসএন

Share this news on: