যশোরে একদিনে ৪৭০ জন আক্রান্ত, ৭ জনের মৃত্যু

যশোরে কঠোর লকডাউনের মধ্যেও করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৫১ জনের নমুনা পরীক্ষা করে ৪৭০ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। তবে মৃত্যু কমেছে। এদিন জেলায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ জুন) যশোর জেলা সিভিল সার্জন সূত্রে এসব তথ্য জানা গেছে।

যশোর সিভিল সার্জন ও জেনারেল হাসপাতাল কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪৭০ জনের করোনা শনাক্ত করা হয়েছে। সংক্রমণের হার ৪৯ শতাংশ।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা আরিফ আহমেদ গণমাধ্যমকে বলেন, হাসপাতালে করোনা রোগী ভর্তির চাপ কমেনি। গত ১০ দিন ধরে একই অবস্থা। প্রতি দিনই হাসপাতালের রেড ও ইয়োলো জোনে ৬০ থেকে ৭০ জন করে রোগী ভর্তি হচ্ছেন।

 

টাইমস/এসএন

Share this news on: