সহকর্মীকে চুমু, পদত্যাগ ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর

করোনাভাইরাস বিধিনিষেধের মধ্যে নিজ দপ্তরে সহকর্মীকে চুমু দিয়ে সামাজিক দূরত্বের নীতি ভঙ্গ করায় সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ব্রিটিশ অর্থমন্ত্রী ম্যাট হ্যানকক। শনিবার হ্যানকক পদত্যাগ করেছেন বলে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সম্প্রতি করোনাকালে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের সামাজিক দূরত্ব ভেঙে সহকারীকে চুমু খাওয়ার ছবি প্রকাশ পায়। আর এতে তিনি বিপাকে পড়েন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান। কিন্তু সমালোচনা বন্ধ না হওয়ায় পদ ছাড়তে বাধ্য হলেন তিনি।

বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী বরাবর পাঠানো পদত্যাগপত্রে হ্যানকক লেখেন— মহামারিতে যেই জনগণ অসীম ত্যাগ স্বীকার করেছে, সেই জনগণের কাছে সরকারের সৎ থাকা উচিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দুঃখ প্রকাশ করে পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

অন্যদিকে সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদকে নতুন স্বাস্থ্যমন্ত্রী নিযুক্ত করা হয়েছে।

 

টাইমস/এসজে

Share this news on: