প্রথম সফরে আরব আমিরাতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর প্রথম সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত গেছেন ইসরাইলের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ। মঙ্গলবার থেকে শুরু হওয়া দুই দিনের এ সফরে তিনি আবুধাবি ও দুবাইতে ইসরাইলি কনস্যুলেট কার্যালয় উদ্বোধন করবেন।

লাপিদ টুইটারে একটি ছবি পোস্ট করে তার এই সফরকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন।

আলজাজিরা জানিয়েছে, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ইসরাইলের কোনো শীর্ষ কর্মকর্তার এটিই প্রথম আমিরাত সফর। অন্যদিকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইয়াইর লাপিদেরও প্রথম রাষ্ট্রীয় সফর এটি।

গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা এবং নতুন একটি বৃহত্তর সম্পর্ক গড়ে তুলতে চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত।

পরে প্রতিবেশী বাহরাইন ও আফ্রিকার সুদান, মরক্কো পারস্য উপসাগরীয় আরব দেশটিকে অনুসরণ করে।

 

টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ