খুলনা মেডিকেল পিসিআর ল্যাবে সংক্রমণ, ৩ দিন বন্ধ

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে সংক্রমণ ঘটায় সেখানে করোনাভাইরাসের পরীক্ষা বন্ধ হয়ে গেছে। কলেজের উপাধ্যক্ষ মেহেদী নেওয়াজ জানান, চালু হওয়ার প্রায় ১৫ মাস পর প্রথমবারের মতো বৃহস্পতিবার থেকে তিন দিনের জন্য ল্যাবটি বন্ধ রাখা হয়েছে।

তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে থাকা রোগীদের মধ্যে যাদের নমুনা পরীক্ষার প্রয়োজন হবে তাদের নমুনা সংগ্রহ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পিসিআর ল্যাবে পরীক্ষা করা হবে। তবে তাদের ল্যাবে একদিনে সর্বোচ্চ ৯৪টি নমুনা পরীক্ষা করার সুযোগ রয়েছে।

এর আগে বুধবার প্রায় সাড়ে পাঁচশ নমুনা পরীক্ষার পর দেখা যায়, সবই পজিটিভ। পরীক্ষা-নিরীক্ষা করে ল্যাবে দূষণ ধরা পড়ে।

বুধবার যেসব নমুনার পরীক্ষার ফলাফল দেওয়া সম্ভব হয়নি সেগুলোর জন্য আর নতুন করে নমুনা নেয়ার প্রয়োজন নেই উল্লেখ করে ডা. মেহেদী নেওয়াজ বলেন, তাদের নমুনা যেহেতু রেখে দেয়া হয়েছিল সেহেতু পরবর্তীতে হয়তো ঢাকা থেকে করে আনা অথবা খুলনার ল্যাবটি পুনরায় চালু হলে পরীক্ষা করা হবে।

 

টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ