জলদস্যূতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা যুবককে হত্যা

জলদস্যূতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় কক্সবাজারের মহেশখালীতে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। ওই যুবকের নাম একরামুল হক (৩০)।

বুধবার গভীর রাতে মাতারবাড়ীর কোহেলিয়া নদী থেকে একরামুল হকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, বুধবার মধ্যরাতে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত একরামুল কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

নিহতের মামা ও ইউপি সদস্য লিয়াকত আলী এবং তার পরিবারের দাবি, একরাম জলদস্যূতা ছেড়ে আত্মসমর্পণ করায় এলাকার অনেক ডাকাত ও জলদস্যু তার ওপরে ক্ষিপ্ত হয়ে উঠে। এছাড়াও জেল থেকে বের হয়ে কবির নামের এক ডাকাতকে ধরতে প্রশাসনকে সহযোগিতা করেছিল একরাম। এ কারণে কবির ডাকাতের নেতৃত্ব একদল সন্ত্রাসী তাকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়।

মহেশখালী থানার ওসি আবদুল হাই বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার চোখ দুটি উপড়ে ফেলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে কে বা কারা জড়িত তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

টাইমস/এসএন

Share this news on: