গাজা উপত্যকায় ফের ইসরাইলের বিমান হামলা

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের বিমান হামলা চালিয়েছে দখলদার ইহুদিরাষ্ট্র ইসরাইল। শুক্রবার (২ জুলাই) ভোরে এ হামলা চালানো হয়।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে শুক্রবার ভোরের দিকে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক টুইটার বার্তায় জানিয়েছে, গাজা থেকে বিস্ফোরকভর্তি বেলুন পাঠানোর জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালানো হয়। সেখানে অস্ত্র সম্পর্কিত গবেষণা ও উন্নয়নের কাজ চলত।

এদিকে ইসরাইলের বিমান হামলা প্রসঙ্গে হামাসের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

 

টাইমস/এসএন

Share this news on: