লকডাউন ভাঙায় ভোলায় ৯০ জনকে জেল-জরিমানা

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের মতো দ্বীপজেলা ভোলায় কঠোর লকডাউন চলছে। সরকারি বিধিনিষেধ যথাযথভাবে পালন নিশ্চিত করতে জেলা প্রশাসনের সঙ্গে মাঠে নেমেছে নৌবাহিনীর সদস্যরা।

এদিকে বিধিনিষেধ অমান্য করায় লকডাউনের দ্বিতীয় দিনে ৮৯ জননের ৬৮ হাজার ৯শ’ টাকা জরিমানা ও ১ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে।

শহরের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের ১২টি ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে কাজ করছে নৌবাহিনীর সদস্য। এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে ২১টি চেকপোস্টের পাশাপাশি ১১টি মোবাইল টিম লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

শুক্রবার (২ জুলাই) স্বাস্থ্যবিধি প্রতিপালন ও সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে ১২টি মোবাইল কোর্ট ৮৫টি মামলা করেছেন। এসব মামলায় ৮৯ জনের ৬৮ হাজার ৯০০ টাকা জরিমানা ও একজনকে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ