তিন চারদিনের মধ্যে উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা

গত কয়েকদিন ধরে সারাদেশেই টানা বৃষ্টিপাত চলছে। এছাড়া টানা বর্ষণের ফলে পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বেড়ে গেছে। ফলে দেশের উত্তরাঞ্চলসহ নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি দেখা দিয়েছে।

শুক্রবার (২ জুলাই) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, মৌসুমী বায়ুর প্রভাবে আগামী তিন থেকে চারদিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো বন্যা কবলিত হতে পারে।

এছাড়া পর্যায়ক্রমে দেশের মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলেও বন্যা হতে পারে। আগামী তিন দিন দেশের অন্যতম প্রধান তিনটি নদ-নদী-ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মার পানি বেড়ে যাবে বলেও সতর্ক করে দেয়া হয়েছে।

অন্যদিকে দেশের একাধিক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলোর পানি সমতল বাড়ছে, যা আগামী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ