সৌদি আরবে ঈদুল আজহা হতে পারে যেদিন

সৌদি আরবের জ্যোতির্বিদ ও গবেষক ড. খালেদ আল-যাকাকের গণনা অনুযায়ী আরবি চন্দ্র বছরের এবারের জিলক্বদ মাস ৩০ দিন পূর্ণ হবে। সে হিসেবে জিলহজ্ব মাসের ৯ তারিখ পবিত্র আরাফা দিবস। ওই দিন ইংরেজি মাসের হিসেবে ১৯ জুলাই। এর পরদিন ২০ জুলাই সৌদি আরবে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মাসের প্রথম ও শেষ দিনগুলোকে ক্রিসেন্ট পর্ব (ডুবন্ত চাঁদের চিহ্ন) বলা হয় এবং এরপরই জিলক্বদ মাসের পর থেকে চাঁদ প্রতিদিন সূর্য থেকে পশ্চিমে সরে যায়। তার হিসেবে পশ্চিম দিকের সূর্যাস্তের পরে চাঁদের উত্থান মাসের শেষের দিকে এবং নতুন মাসের শুরু হওয়ার চূড়ান্ত প্রমাণ।

গবেষণার ফলাফল অনুযায়ী, ১১ জুলাই (রোববার) জিলহ্জ্ব মাসের প্রথম দিবস, ১৯ জুলাই (সোমবার) হবে আরাফার দিন এবং ঈদুল আজহার তারিখ হবে ২০ জুলাই (মঙ্গলবার)। সে হিসেবে বাংলাদেশে ঈদুল আজহা পালিত হতে পারে ২১ জুলাই।

 

টাইমস/এসএন

Share this news on: