লকডাউনের মধ্যে হবে ঈদ, সিদ্ধান্ত আসছে

 

চলমান লকডাউন ঈদের তুলে নেওয়ার এখনও কোন সিদ্ধান্ত নেয়নি সরকার। ১৪ জুলাইয়ের পরও কঠোর বিধিনিষেধ বহাল রাখার ঘোষণা আসবে আজ কালের মধ্যে ।

 

সচিবালয় সূত্র জানায়, লকডাউন আরেক দফা বাড়ছে। আর এ দফায় ঈদও হবে লকডাউনের মধ্যে। বিশেষ করে ঈদের আগে সারাদেশে যে ভাবে চলাচল বাড়ে তাতে করোনা সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশংকা রয়েছে।

এই পরিস্থিতি বিবেচনায় লকডাউন ঈদ পযন্ত চলবে-এমন সিদ্ধান্ত আসছে।

 সরকারের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির পরামর্শে চলমান বিধিনিষেধ আবারও বাড়তে পারে।

গত ২৪ জুন জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সারাদেশে ১৪ দিনের ‘শাটডাউনে’র সুপারিশ করা হয়। কমিটির সুপারিশের আলোকে ২৮ জুন থেকে ৩০ জুন তিন দিন সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করে সরকার। এরপর ১ জুলাই থেকে দেশব্যাপী শুরু হয় কঠোর বিধিনিষেধ। যা চলমান অবস্থায় গত ৫ জুলাই আরও ৭ দিনের জন্য বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়।

Share this news on: