নোয়াখালীতে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

নোয়াখালীতে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তায় অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার, সাদা ছড়ি, ট্রাই সাইকেল, ওয়াকার ও হিয়ারিং এইড বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে নোয়াখালীর জেলা শহরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে এসব সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নোয়াখালীর অফিস প্রধান ও কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. দেলোয়ান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবু ইউছুফ।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সিনিয়র কনসালট্যান্ট ডা. দেলোয়ার হোসেন বলেন, আমরা এখানে প্রতিবন্ধীদের কাউন্সিলিং, পুনর্বাসন, অকুপেশনাল থেরাপি, অটিজম বিষয়ক সেবা, সচেতনতা কার্যক্রম, মোবাইল থেরাপি ভ্যান ক্যাম্পেইন সেবা দিয়ে আসছি। এ জেলায় এ পর্যন্ত এক লক্ষ আট হাজার পাঁচশত চৌত্রিশ জনকে সেবা দেওয়া হয়েছে।

প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই কেন্দ্রে ৬ মাসের শিশু থেকে ৭০ বছরে বয়স্ক নারী পুরুষদের সেবা দেওয়া হয়ে থাকে। এখানে প্রতিবন্ধীদের সেবা নেওয়ার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এ ছাড়া মোবাইল থেরাপি ভ্যান-১৬ আওতায় প্রত্যন্ত অঞ্চলে গিয়েও সেবা দেয়া হচ্ছে।

সেবা নিতে আসা প্রতিবন্ধীরা জানান, এই কেন্দ্র তাদের নূতন ভাবে বাঁচার প্রেরণা জুগিয়েছে। এখানকার ডাক্তার-নার্সসহ অন্যান্য কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে সকলকে সেবা দিচ্ছে যেটি তারা বাড়িতে গিয়েও আপনজনের নিকট পেতেন না।

উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিবর্গের কল্যাণ ও অধিকার সুরক্ষায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে সরকার সারা দেশে ১০৩ টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন করা হয়েছে।

নোয়াখালী জেলায় ২০১২ সাল থেকে প্রতিবন্ধীদের বিনামূল্যে সব ধরনের সেবা দেওয়া হচ্ছে।

 

টাইমস/এমএএইচ/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের পদত্যাগ Apr 27, 2024
img
বাগেরহাটে ট্রাক-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ Apr 27, 2024
img
বিএনপি দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য : ওবায়দুল কাদের Apr 27, 2024
img
আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় Apr 27, 2024
img
গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু আজ, কেন্দ্রে থাকবে পানি ও চিকিৎসা ব্যবস্থা Apr 27, 2024
img
শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা Apr 27, 2024
img
শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী আজ Apr 27, 2024
img
আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Apr 26, 2024
img
৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকবে হল Apr 26, 2024
img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024