বন্ধ হচ্ছে উড়োজাহাজ ‌‘সুপারজাম্বো’র উৎপাদন

২০২১ সালের মধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ উড়োজাহাজের মধ্যে ‘সুপারজাম্বো-এ ৩৮০’ এর সরবরাহ শেষ করবে ইউরোপীয় কোম্পানি এয়ারবাস। এরপর আর উৎপাদন হবেনা ‘সুপারজাম্বো-এ৩৮০' উড়োজাহাজ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইউরোপীয় কোম্পানি এয়ারবাস।

সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস 'সুপারজাম্বো-এ ৩৮০' উড়োজাহাজের ক্রয় কমিয়ে দেওয়ার পরপরই এমন সিদ্ধান্ত নিয়েছে 'সুপারজাম্বো-এ ৩৮০' উৎপাদনকারী ইউরোপীয় কোম্পানি এয়ারবাস।

কোম্পানিটি জানায়, এমিরেটস ১৬২টি না নিয়ে ১২৩টি এয়ারক্রাফট নেবে। এয়ারবাস প্রধান টম অ্যান্ড্রেস বলেন, এমিরেটসের এই সিদ্ধান্ত ‘যন্ত্রণাদায়ক’ ।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই আরও উন্নত ছোট মডেলের উড়োজাহাজের সঙ্গে প্রতিযোগিতায় না পেরে উঠায় 'সুপারজাম্বো-এ ৩৮০' উড়োজাহাজের উৎপাদন কমিয়ে দেওয়ার কথা জানায় এয়ারবাস।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: