আজকের ম্যাচ নিয়ে যা বললেন আশরাফুল

বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রতি ম্যাচের আগে বাংলাদেশ টাইমসের নিয়মিত আয়োজন 'প্রেডিকশন টাইম'-এ আজও সাথে ছিলেন আশরাফুল। টানা দুই জয়ের পর তৃতীয় ম্যাচের সার্বিক দিক নিয়ে কথা বলেছেন তিনি।

-সিরিজ জিততে চাইলে বাংলাদেশের ব্যাটিং আজ শতকরা ১০-১৫ ভাগ ইম্প্রুভ করতে হবে।

- উইকেটের কন্ডিশন অনুযায়ী সব ব্যাটসম্যানকে ১১৫-১২০ স্ট্রাইক রেইট রাখতে হবে।

- ম্যাচগুলোতে মোস্তাফিজ তার শতভাগ এফোর্ট দিচ্ছেন

- গত দুই ম্যাচেই সাকিবের অবদান অস্বীকার্য। 
- অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে জিততে হলে অভিজ্ঞ খেলোয়াড়দের ভালো পারফর্ম করা দরকার।
-পিচে কোনো পরিবর্তন করা উচিত হবে না।
-ম্যাচগুলোতে মাহমুদুল্লাহ অনেক ভালো অধিনায়কত্ব করছেন।
-এই মুহূর্তে বাংলাদেশের সেরা অধিনায়ক মাহমুদুল্লাহ। 
-বাংলাদের ইতিহাসে দ্বিতীয় সেরা উইকেট কীপার সোহান।
-টানা দুই ম্যাচ জিতলেও তৃতীয় দিনে অস্ট্রেলিয়াকে হালকাভাবে নেয়া যাবে না।
-টি২০ বিশ্বকাপের আগে বাইরের দেশের কন্ডিশনের উইকেট তৈরী করে একটি টুর্নামেন্ট খেলা উচিত।
-আজ ম্যাচ জিততে হলে বাংলাদেশের ১৪৫-১৫৫ টার্গেট দিতে হবে।
-অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করলে তাদের ১৩০ এর নিচে থামাতে হবে
-বাংলাদেশ টসে জিতলে ব্যাটিং নেয়া উচিত

Share this news on: