শ্বশুরের মৃত্যুতে মনোনয়ন পেলেন জামাই

বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ এইচ আযম খানের মৃত্যুতে ওই পদে নতুন করে মনোনয়ন পেয়েছেন  তার মেয়ের জামাই রফি নেওয়াজ খান রবিন।

বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানণ্ডির কার্যালয় থেকে নেওয়ান খান রবিনের পক্ষে এই মনোনয়ন সংগ্রহ করেন বগুড়া জেলা ছাত্রলীগের সহসভাপতি নিবারণ চন্দ্র।

রফি নেওয়াজ খান রবিন বগুড়া শহর আওয়ামী লীগের আহ্বায়ক।  

দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, দলের হাইকমান্ডের সিদ্ধান্তেই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে প্রার্থী হতে হয়েছে।

 এর আগে গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এ এইচ আযম খানকে মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ।

আযম খান গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি দলের জেলা কমিটির সদস্যও ছিলেন। এ ছাড়া তিনি বগুড়া জেলা পরিষদেরও সদস্য ছিলেন।

মনোনয়নপত্র নিয়ে ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে ট্রেনে বগুড়ার উদ্দেশে রওনা হন আযম খান। পরের দিন সকাল ৭টার দিকে তিনি বগুড়া রেল স্টেশনে পৌঁছান। এরপর রিকশায় বাড়ি যাওয়ার পথে শহরের সাতমাথায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 

টাইমস/জেডটি

Share this news on: