কাউন্ট লেভ নিকোলাইভিচ তলস্তয় ১৮২৮ সালের ২৮ আগস্ট রুশ সাম্রাজ্যের তুলা প্রদেশে জন্মগ্রহণ করেন। তাঁকে রুশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক, এমনকি বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবেও বিবেচনা করা হয়।
মাত্র পাঁচ বছর বয়সেই তিনি মাতৃভাষা রুশ, ফরাসি ও জার্মান ভাষা আয়ত্ত করেন। পরিণত বয়সে নিজের চেষ্টায় শেখেন লাতিন, ইংরেজি, আরবি, ইতালীয়, গ্রিক ও হিব্রু ভাষা। পারদর্শী ছিলেন সংগীতশাস্ত্র ও চিত্রাঙ্কন বিদ্যাতেও। তাঁর উল্লেখযোগ্য বই- উপন্যাস: ওয়ার অ্যান্ড পিস, আন্না কারেনিনা ও রিজারেকশন; গল্প: ডেথ অব ইভান ইলিচ ও ফাদার সিয়ের্গি।
শেষ বয়সে সাধারণভাবে জীবনযাপন করতে চাওয়া তলস্তয় কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। পথিমধ্যে ঠাণ্ডা লেগে তাঁর নিউমোনিয়া হয়। এতেই তিনি বাড়ি থেকে দূরে এক রেলস্টেশনে ২০শে নভেম্বর ১৯১০ সালে মারা যান।
তার একটি বিখ্যাত উক্তি হলো-
“বিশ্বাসই জীবনের গতি।”