ভারতে আটক পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে দেশে আনার চেষ্টা চলছে

ভারতে আটক ই- অরেঞ্জের জালিয়াতির ঘটনার 'হোতা' বনানী থানার পুলিশ পরিদর্শক শেখ সোহেল রানাকে দেশে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার।

রোববার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, যেহেতু ভারতে মামলা হয়েছে এ কারণে তাকে ফিরিয়ে আনা যাবে কি-না সেটি নিশ্চিত না। তবে ফিরিয়ে আনার রাস্তা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিএসএফকে চিঠি দিয়ে ফিরিয়ে আনা সম্ভব। এটি অনেক সময় করা হয়। আমরা চেষ্টা করছি ফিরিয়ে আনার জন্য। যদি এ মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব না হয় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাকে ফেরত আনার চেষ্টা করবে।


ডিএমপি কমিশনার আরও বলেন, তার (পরিদর্শক সোহেল রানা) ব্যাপারে গুলশান বিভাগ পুলিশ তদন্ত শুরু করেছে রিপোর্ট পেলে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

Share this news on:

সর্বশেষ