১৮ বছরের কমবয়সীদের টিকা দেয়া হবে না

আপাতত ১৮ বছরের কমবয়সীদের কাউকে টিকা দেয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদেরকে টিকা দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়। রোববার স্বাস্থ্য অধিদপ্তর এক বুলেটিনে জানায়, টিকার সংকুলান মাথায় রেখে আপাতত ১৮ বছরের কম বয়সীদের এর আওতার বাইরে রাখা হচ্ছে।

অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক ডা. মো. শামসুল হক বলেন, করোনা বিষয়ক জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৮ বছরের বেশি বয়সী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা হলে থাকেন তাদের টিকা দেয়া হচ্ছে। ইতিমধ্যে তাদের অনেকেই টিকা নিয়েছেন।

Share this news on: