বন্ধ হলো আফগানিস্তানের নারী মন্ত্রণালয়

আফগানিস্তানের নারী বিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দিয়েছে তালেবান। এই মন্ত্রণালয়টির জায়গায় নতুন এক মন্ত্রণালয় চালু করা হয়েছে। যার নাম রাখা হয়েছে পুণ্য এবং পাপ বিষয়ক মন্ত্রণালয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবারই নারী বিষয়ক মন্ত্রণালয়ের সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে। ওই দিনই সেখানে পুণ্য এবং পাপ বিষয়ক মন্ত্রণালয়ের সাইনবোর্ড লাগানো হয়। একটি ভিডিও ফুটেজে নারী মন্ত্রণালয়ের কর্মীদের (নারী) কাজের ফেরার জন্য তালেবানের প্রতি আহ্বান জানাতে দেখা যায়।

এ নিয়ে তালেবানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তালেবানের মন্ত্রিসভায় কোনো নারী সদস্যও নেই। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত যখন ক্ষমতায় ছিল তখন দশ বা বেশি বয়সী মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ ছিল। আফগানিস্তানের নারীদের জন্য তখন শিক্ষাসহ যে কোনো কাজেই ছিল নিষেধাজ্ঞা।

Share this news on: