মিয়ানমারে সেনা-গেরিলা ভয়াবহ সংঘর্ষ, পালিয়েছে হাজারো মানুষ

ভারত সীমান্তবর্তী মিয়ানমারের চীন রাজ্যের থান্টলাং শহরে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে গেরিলাদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রচণ্ড গোলাগুলির কারণে শহরের বহুসংখ্যক ঘরবাড়িতে আগুন লেগে যায়।এতে শহরে বসবাসকারী আনুমানিক ১০ হাজারের অর্ধেক লোক পালিয়ে গেছে বলে জানা গেছে।


ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সীমান্তবর্তী মিয়ানমারের এই শহরে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাজার হাজার লোক পালিয়ে গেছে। উভয়পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলির কারণে শহরের অনেক বাড়িঘরে আগুন লেগে যায়। জীবন বাঁচাতে ৫ হাজারের মতো লোক শহর ছেড়ে পালিয়ে গেছে।

স্থানীয় কমিউনিটি লিডার সালাই থাং সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মিয়ানমারের সরকারি সেনাবাহিনী এবং জান্তা সরকার বিরোধী গেরিলাদের মধ্যে সংঘর্ষে অন্তত চার জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া ১৫ জন আহত হয়েছেন। তবে সেনাবাহিনীর কোনো ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছু বলতে পারেননি তিনি।

Share this news on: