নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু, আরও ১৪ দিন সময় পেল বিটিআরসি

আদালতের নির্দেশে দেশের অনিবন্ধিত নিউজপোর্টালগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

মঙ্গলবার বিকেলে নিবন্ধনহীন অনলাইন নিউজপোর্টাল বন্ধ করতে কাজ শুরু করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। তবে পোর্টাল বন্ধের নির্দেশ দিয়ে হাইকোর্টের আদেশ পালনে আরও দুই সপ্তাহ সময় পেয়েছে বিটিআরসি। এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।


গত ১৪ সেপ্টেম্বর অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওইদিন আদালতে আদেশের কপি হাতে পাওয়ার সাতদিনের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করে, তা প্রতিবেদন আকারে আদালতে জমা দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন হাইকোর্ট।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, হাইকোর্টের অর্ডার যেহেতু পেয়েছি সিদ্ধান্ত নিতেই হবে। এর প্রেক্ষিতে অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করার কাজ শুরু করেছে বিটিআরসি। এটা আরো আগেই করা উচিত ছিল। তবে আমরা আজ থেকে অননুমোদিত সাইটগুলো বন্ধ করার কাজ শুরু করেছি।
'কতগুলো সাইট বন্ধ হয়েছে' জানতে চাইলে তিনি বলেন, বেশ কিছু সাইট বন্ধ হয়েছে।

এদিকে  বিকেলে নিবন্ধিত বেশ কিছু পোর্টালও ব্লক করে দেওয়া হয়েছিল। এর মধ্যে বাংলানিউজ ও বিডিনিউজ ছিল। তবে পরে আবার সেগুলো খুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় বলেন, হয়তো বা ভুলবশত বন্ধ করে ফেলছে।

Share this news on:

সর্বশেষ

img
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে May 06, 2024
img
দুপুরের মধ্যে ৮০ কিমি. বেগে বৃষ্টির আভাস, নৌ বন্দরে ২ নম্বর সংকেত May 06, 2024
img
হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম শালোম ক্রসিং May 06, 2024
img
পাঁচ দিনের সফরে ঢাকায় আইওএম'র মহাপরিচালক May 06, 2024
img
রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে নামল শিলাবৃষ্টি May 05, 2024
img
রিয়াদ-হৃদয়ের ব্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটের জয় বাংলাদেশের May 05, 2024
img
তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি: পরীমণি May 05, 2024
img
দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি May 05, 2024
img
বাংলাদেশকে ১৩৯ রানের লক্ষ্য দিলো জিম্বাবুয়ে May 05, 2024
img
শুক্রবার ক্লাস নেওয়া নিয়ে ফেসবুক পোস্ট ভুলবশত: শিক্ষা মন্ত্রণালয় May 05, 2024