দেড় বছর পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল

আজ থেকে হলে উঠতে পারবে অনার্স ফাইনাল ও মাস্টার্সের শিক্ষার্থীরা। এজন্য দেখাতে হবে অন্তত এক ডোজ টিকা নেয়ার প্রমাণপত্র।করোনা সংক্রমণ রোধে গত বছরের ২০ মার্চ থেকে হলগুলো বন্ধ রাখা হয়েছিল।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম চলছে। 

গত ১৮ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়, অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের ৫ই অক্টোবর সকাল আটটা থেকে হলে তোলা হবে।

এরই মধ্যে হলগুলোতে বসানো হয়েছে হাত ধোয়ার বেসিন। হলগুলোর দেয়াল চুনকামের পাশাপাশি শেষ হয়েছে প্রয়োজনীয় সংস্কারকাজও। ইতিমধ্যে হলগুলোতে গণরুম–সংস্কৃতির অবসানের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে পাঁচ দিনের জন্য পুরো মাসের বাসাভাড়া না দেওয়ার যুক্তি দিয়ে এরই মধ্যে বিভিন্ন হলে উঠেছেন শিক্ষার্থীদের কেউ কেউ। গত শুক্রবার অমর একুশে হলের তালা ভেঙে হলে উঠেছেন শিক্ষার্থীরা। বিজয় একাত্তর হল আর মেয়েদের পাঁচটি হল ছাড়া বাকি সব হলেই আগে থেকেই অবস্থান করছিল শিক্ষার্থীরা। 

Share this news on: