ঢাবিতে ১৭ অক্টোবর থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা

অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে আগামী ১৭ অক্টোবর থেকে সশরীরে পরীক্ষা ও ক্লাস শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি)।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সুপারিশ করা হয়।

ঢাবির একাডেমিক কাউন্সিলের এক শিক্ষক বলেন, ১৭ অক্টোবর প্রতিটি বিভাগেই ক্লাস শুরু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। বিভাগগুলো তাদের সুবিধামতো ক্লাস ও পরীক্ষা নেবে।

তিনি আরো বলেন, অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে আগামী ১৭ অক্টোবর থেকে সশরীরে পরীক্ষা ও ক্লাস শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি)।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সুপারিশ করা হয়।

ঢাবির একাডেমিক কাউন্সিলের এক শিক্ষক বলেন, ১৭ অক্টোবর প্রতিটি বিভাগেই ক্লাস শুরু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। বিভাগগুলো তাদের সুবিধামতো ক্লাস ও পরীক্ষা নেবে।

তিনি আরো বলেন, যেসব বিভাগে বা ব্যাচে শতভাগ শিক্ষার্থী অন্তত এক ডোজ টিকা নেননি সে বিভাগের শিক্ষক চাইলে তাঁর নির্ধারিত কোর্সের শতকরা ৪০ ভাগ ক্লাস অনলাইনে নিতে পারবেন। বাকি ৬০ ভাগ ক্লাস সরাসরি নেবেন। তবে ইতোমধ্যে অনলাইনে শুরু হওয়া পরীক্ষাগুলো অনলাইনে এবং অফলাইনে শুরু হওয়া পরীক্ষাগুলো অফলাইনে হবে।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর অন্তত এক ডোজ টিকা নেয়া সাপেক্ষে সম্মান চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেয়া হয়। একই দিনে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আরেকটি বৈঠকে ১০ অক্টোবর থেকে সকল বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Share this news on: