নিউইয়র্কে জমকালো আয়োজনে নবযুগের বর্ষপূর্তি

জমকালো আয়োজন আর শুদ্ধ সাংস্কৃতিক আবহে উদযাপিত হলো নিউইয়র্কের জনপ্রিয় পত্রিকা সাপ্তাহিক নবযুগের প্রথম প্রীতি সম্মিলন। শুক্রবার রাতে নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়েট এয়ারপোর্ট হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এ সম্মিলনে তিন গুণীজনকে দেওয়া হয় সম্মাননা। সম্মাননা তুলে দেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক শাহাব উদ্দিন সাগর।

সম্মাননায় ভূষিতরা হলেন- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী, বিশিষ্ট চিত্রশিল্পী কাজী রকিব, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান।

অনুষ্ঠানে মূলধারার রাজনীতিকসহ চার শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ছিল নবযুগের থিম সংগীত, কবি কাজী নজরুলের বিদ্রোহী কবিতা 'বলবীর' আবৃত্তি, বাংলাদেশ একাডেমি অব ফাইন্যান্স-বাফার পরিবেশনা। রবীন্দ্রনাথের 'রক্ত করবী' নাটক মঞ্চস্থ হয় অনুষ্ঠানে।

মূলধারার রাজনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন স্টেট সিনেটর জন ল্যূ, ডেপুটি কুইন্স বরো প্রেসিডেন্ট রণদা বিন্দা, নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান, নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ৩২ ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ফিলিসিয়া সিং। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তরা বক্তব্য রাখেন।

Share this news on: